জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

আপনি ভবিষ্যতের টাইম সেট করে দিলে ফেসবুক নিজে নিজে স্ট্যাটাস দেবে




এই পোস্ট যারা পিসি ইউস করেন তাদের জন্য । অনেকেই হয়ত জানেননা যে তৎক্ষণাৎ স্ট্যাটাস দেওয়া ছাড়াও আপনার সেট করা নির্দিষ্ট ভবিষ্যৎ সময়ে ফেসবুক আপনাআপনি স্ট্যাটাস দেবে যেভাবে আপনি ঠিক করে দেবেন । 


এইজন্য ফেসবুকে লগইন করুন, পেজে গিয়ে স্ট্যাটাস লিখুন এবং নিচের দেখানো ঘড়িতে ক্লিক করে বছর , মাস, তারিখ এবং সময় দিন এবং শিডিউল করে দিন। তাহলে আপনাকে একটা উইন্ডোতে দেখাবে এটি কখন আপডেট হবে এবং উক্ত নির্ধারিত সময়ে স্ট্যাটাসটি আপডেট হয়ে যাবে ।

সদ্য পাশ করা অনভিজ্ঞ ব্যাক্তিদের ইংরেজিতে চাকরির জীবন বৃত্তান্তের নমুনা।

যারা সবে মাত্র চাকরির বাজারে পদার্পণ করার কথা ভাবছেন এবং যারা অনভিজ্ঞ, একটু দেখে নিন একটি ভালো জীবন বৃত্তান্ত লিখার প্রয়োজনীয় ধাপগুলো । যেনতেন করে একটা জীবন বৃত্তান্ত লিখে দিলেই হলনা। একটি ভালো জীবন বৃত্তান্ত হতে হবে আপনার ব্যাক্তিত্ব প্রকাশের পরিচায়ক । আজকে আমরা দেখব কিভাবে ইংরেজিতে (English) ভালো জীবন বৃত্তান্ত (Resume) লিখা যায়। নিচে এরকম একটি জীবন বৃত্তান্তের নমুনা (Sample) দেওয়া হল ।



Your picture

Curriculum vitae




সোমবার, ১ এপ্রিল, ২০১৩

অভিজ্ঞ ব্যাক্তিদের ক্ষেত্রে ইংরেজিতে চাকরির জীবন বৃত্তান্ত লেখার কৌশল, না দেখলেন তো পস্তাইলেন !


আপনি এর আগেও চাকরি করেছেন ?  ভাবছেন, ইংরেজিতে কিভাবে একটা ভালো জীবন বৃত্তান্ত লিখবেন  ??  নিচে তাকান, আছে সুন্দর সমাধান । দেখে নিন , কাজে লেগে যেতে পারে ।



Mohammad  Kamrul Huda
Contact: C/o Osman Huda, House #44, Lane No. 21/A, Dhaka-9111
Tel.: 0441-####### (office) 0441-******* (res.), Cell: 017********
E-mail: s.kamrulhuda.s@gmail.com

Career Summary
Accountant with more than 8 years of Finance and Accounting experience. Expertise in preparing financial statements, monitoring daily cash transactions, developing annual budgets, and recording all financial activities. A remarkable experience of working in accounts department in different international funded projects.

কিভাবে নিজেকে চাকরির জন্য উপযুক্ত এবং অধিক যোগ্য করবেন ??

আমার এই লেখাটি পড়ে যদি কারো এততুকু উপকার হয় তাহলে আমার এই লেখা সার্থক।
আমি নিজে চাকরির জন্য বিভিন্ন কারনে বিভিন্ন ওয়েবসাইটে পরামর্শের জন্য ঘুরাঘুরি করতাম, কিন্তু বাংলায় এই সম্বন্ধে লিখা কম থাকায় অনেক প্রয়োজনীয় ব্যাপার জানতে চেয়েও জানতে পারিনি । তাই আমি ভাবলাম, আমার এই পরামর্শ হয়তো কারো কাজে লেগে যেতেও পারে। জীবন বাঁচানোর জন্য জীবিকা হিসাবে মানুষ কোন না কোন কাজ করে থাকে। এই কাজ করার মাধ্যমেই মানুষ কোন একটি বিষয়ে নিজেকে দক্ষ করে জীবিকার পথ হিসেবে তা বেছে নেয়। জীবিকার পথ হিসেবে মানুষ যে পন্থাকে বেছে নেয় তাই মূলত তার ক্যারিয়ার যেমন একজন ডাক্তার তার জীবিকা হিসেবে ডাক্তারি করে থাকেন। এখানে ডাক্তারি করাটাকে তিনি ক্যারিয়ার হিসেবে নিয়েছেন। আর এজন্য তিনি কোন হাসপাতালে কাজ করেন। সুতরাং আরেকটি বিষয় এখানে চলে আসে যে, কাজ করা আর ক্যারিয়ার এ দুটি বিষয় পরষ্পর সম্পর্ক যুক্ত হলেও একই বিষয় নয়। মূলত মানুষ তার ক্যারিয়ার ঠিক করতে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে।

বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে, নমুনা দেখে নিন

অনেক সময় সাধারন জিনিসও আমাদেরকে সম্পাদন করতে বিপাকে পড়ে যেতে হয় । তেমনই একটি বিষয় আমি আজ আলোচনা করবো এবং কিছু নমুনা প্রদর্শন করবো । আমরা যারা সম্প্রতি গ্র্যাজুয়েট করে বের হয়েছি অথবা চাকরির আশায় আবেদন করে যাচ্ছি তাদের অনেকেরই সঠিক আবেদনপত্র লিখতে না জানার কারনে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে । একটি ভালো আবেদনপত্র আপনার সম্পূর্ণ ব্যাক্তিত্ব প্রকাশ করতে পারে । চাকরিদাতা আপনার আবেদনপত্র দেখেই আপনার সম্পর্কে ধারনা করে থাকেন। নিচে বাংলায় সঠিক আবেদনপত্র লিখার একটি সুকৌশলী নমুনা (sample) দেওয়া হল । 


একটি নমুনা আবেদনপত্র
২০ ডিসেম্বর, ২০০৮

মোঃ কেরামত আলি
নিরালা আ/এ, মতিঝিল, ঢাকা।                                      

বরাবর
বিজ্ঞাপনদাতা
জিপিও বক্স নং ১২১,
ঢাকা ।

বিষয়: প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।

অ্যান্ডরয়েড মোবাইলে এইবার ইন্টারনেট ডাটা ইউস হবে কম, আপনি যেমন চান !


আমার মতো যারা মাসে অনেক টাকা শুধু ইন্টারনেট এর পেছনে খরচ করার মতো সামর্থ্য বা ইচ্ছা রাখেন না, তাদের জন্য আমার এই পোস্ট । আপনার অ্যান্ডরয়েড মোবাইলে আপনার ইচ্ছা ছাড়াই ব্যাকগ্রাউন্ডে অনেক ইন্টারনেট ডাটা ইউস হয়ে যায়। অ্যান্ডরয়েড মার্কেটে অনেক অ্যাপস পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে কোন অ্যাপস কেমন ডাটা খরচ করছে, কিন্তু ওই অ্যাপস গুলোর ডাটা ইউস করার কোন কন্ট্রোল অনেক অ্যাপসের থাকে না, আবার অনেক অ্যাপস এর ওই সুবিধা থাকলেও মোবাইল যদি রুট করা না থাকে তাহলে আপনি ওটি ব্যাবহার করতে পারবেন না । আজ আমি এমন একটা অ্যাপস এর নাম শেয়ার করবো যেটা দিয়ে আপনারা নির্দিষ্ট কোন অ্যাপস এর ডাটা ইউস করে ফেলার চোরাকারবারি বন্ধ করে রাখতে পারবেন আবার রুট করাও লাগবে না। নিচে এই অ্যাপস এর লিঙ্ক দেওয়া হলোঃ

মবিওল নো রুট ফায়ারওয়াল




 উপরের দেখানো..........

ল্যাপটপ ব্যাবহারকারি ভাই বোন, সাবধান হোন !!!

সালাম সবাইকে শুরু করছি কয়েক বছর আগের একটি ঘটনা দিয়ে রাজধানীতে মিরপুরের কাজীপাড়ায় ল্যাপটপ বিস্ফোরণে আহমেদ শওকত মাসুদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে
তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটি নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন আগুনে মাসুদের সারা শরীর পুড়ে যায় আহমেদ শওকত মাসুদের প্রতিবেশী তাঁর মামাতো ভাই কাজী জিয়াউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ৮১১ পশ্চিম কাজী পাড়ার বাসার দোতলায় নিজের শয়নকক্ষে ল্যাপটপ চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন মাসুদ সকাল সাড়ে সাতটার দিকে ল্যাপটপটি বিস্ফোরিত হলে ওই কক্ষে আগুন ধরে যায় সময় মাসুদ ঘুমিয়ে ছিলেন আগুনে তাঁর সারা শরীর ঝলসে যায় কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসে অনেক ডাকা ডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে মাসুদকে বের করা হয় এরপর স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা না পেয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটি নেওয়া হয় দুপুর পৌনে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন হাসপাতালে উপস্থিত মিরপুর থানার উপপরিদর্শক মলি ফারুকুজ্জামান জানান, ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হতে পারে প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ বিবাহিত ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন