জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ১ এপ্রিল, ২০১৩

অ্যান্ডরয়েড মোবাইলে এইবার ইন্টারনেট ডাটা ইউস হবে কম, আপনি যেমন চান !


আমার মতো যারা মাসে অনেক টাকা শুধু ইন্টারনেট এর পেছনে খরচ করার মতো সামর্থ্য বা ইচ্ছা রাখেন না, তাদের জন্য আমার এই পোস্ট । আপনার অ্যান্ডরয়েড মোবাইলে আপনার ইচ্ছা ছাড়াই ব্যাকগ্রাউন্ডে অনেক ইন্টারনেট ডাটা ইউস হয়ে যায়। অ্যান্ডরয়েড মার্কেটে অনেক অ্যাপস পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে কোন অ্যাপস কেমন ডাটা খরচ করছে, কিন্তু ওই অ্যাপস গুলোর ডাটা ইউস করার কোন কন্ট্রোল অনেক অ্যাপসের থাকে না, আবার অনেক অ্যাপস এর ওই সুবিধা থাকলেও মোবাইল যদি রুট করা না থাকে তাহলে আপনি ওটি ব্যাবহার করতে পারবেন না । আজ আমি এমন একটা অ্যাপস এর নাম শেয়ার করবো যেটা দিয়ে আপনারা নির্দিষ্ট কোন অ্যাপস এর ডাটা ইউস করে ফেলার চোরাকারবারি বন্ধ করে রাখতে পারবেন আবার রুট করাও লাগবে না। নিচে এই অ্যাপস এর লিঙ্ক দেওয়া হলোঃ

মবিওল নো রুট ফায়ারওয়াল




 উপরের দেখানো..........
 চিত্রের মতো করে অ্যাপসটি ইন্সটল করে ফায়ারওয়াল রুলসে যেয়ে যেই অ্যাপটি আপনি চান না যে আপনার অজান্তে ইন্টারনেট ইউস করুক তার দুটি টিক মার্ক তুলে দিন , আবার যখন ব্যাবহার করতে চান, বসিয়ে দিন । ব্যাস । সিম্পল ।

কোন মন্তব্য নেই: