জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

মোবাইলে কিভাবে ডাটা/এমবি/ব্যান্ডওয়িডথ খরচ হয়ে যাচ্ছে বুঝতে পারছেননা ? এখানেই সমাধান

আজকের বিষয়টি খুব সহজ যারা জানেন তাদের জন্য, কিন্তু যারা খুবই সাধারনভাবে মোবাইল ব্যাবহার করেন তাদের মাঝে মাঝে ভূতুড়ে কায়দায় খরচ হয়ে যাওয়া এমবি/ডাটার অবস্থা দেখে পাগল হবার অবস্থায় পর্যবসিত হয়। কিছুই ব্যবহার করলাম না অথচ এমবি গেল কই ?? ---এই ঘটনা কারো সাথে একবারও হয়নাই এটা হয়তো মিথ্যা বলা হবে, হ্যাঁ হতে পারে, যদি সে কোনদিনও ইন্টারনেট ব্যবহার না করে থাকেন।
যাহোক আপ্পা জাপ্পা বহুত বললাম , আসল কথায় আসা যাক এবার

আমাদের প্রায় সকলের কাছেই ইন্টারনেট ব্যবহারযোগ্য মোবাইল সেট আছে আজকের দিনে, এখন এটারই জামানা, তাই নয় কি ! মোবাইল অপারেটররাও তাই নানা রকমের ইন্টারনেট প্ল্যান বেচবার তালে রমরমা টাকার পাহাড় বানাইতাসে।
আমাদের অনেকের কাছেই আজকাল অ্যান্ডরয়েড সেট আছে। এই সমস্যাটা বেশি হয় অ্যান্ডরয়েড সেটের মধ্যে।

কাস্টমার কেয়ারে ফোন করুন একদম ফ্রিতে, যেকোনো অপারেটরে...



আজকে অনেকদিন পর আবার একটা টিউন নিয়ে আসলাম আপনাদের জন্য। কিছুদিন আগে বিশেষ একটা প্রয়োজনে আমাকে আমার মোবাইল অপারেটর বা কাস্টমার কেয়ারে ফোন করতে হয়েছিল। বিড়ম্বনা কাহাকে কহে, আমি ওইদিন টের পেয়েছি। মিনিটের পর মিনিট এটা সেটা বলে পার করে দেয় কিন্তু কাজ আর হয়না। সেইদিন অনেক খোঁজাখুঁজি করে একটা উপায় বের করলাম এইসব ব্যালেন্স খেকো অপারেটরদের হাত থেকে রক্ষা পেতে।
আসুন কথা না বাড়িয়ে কিভাবে কি করবেন বলিঃ
 আহেন বলি কেমনে-
  • প্রথমেই যে কোন নাম্বার থেকে ১৫৮ কল করুন
  • এখন আপনার ভাষা নির্বাচন করুন
  • এবার আপনার যেকোনো একটি অভিযোগ নির্বাচন করুন
  • অভিযোগ নির্বাচন করা শেষ হলে আপনার কাছে একটি মেসেজ আসবে এবং  বলা থাকবে ২৪ ঘণ্টার মধ্যে আপনার সাথে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি যোগাযোগ করবেন
  • এখানে বলে রাখা ভাল যে অনেক সময় আপনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তাদের নিকট থেকে কল টি পাওয়ার জন্য। কাজে
  •  ১৫৮ নাম্বার টিতে আপনি আপনার গ্রামিনফোন, বাংলালিংক, রবি এয়ারটেল থেকে কল করতে পারবেন
টিপসটা আমার খুব কাজে লাগে, আপনাদের লাগবে কিনা জানি না
তারপরও শেয়ার করলাম। ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজে লাইক দিন আর এরকম আরও টিপসের সাথে আপডেট থাকুন।