জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

কিভাবে নকল / ক্লোন / মাস্টারকপি মোবাইল সেট চিনবেন এবং প্রতারণার ফাঁদ এড়াবেন ??

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভাল আছেন।

অনেকদিন পর আজকে একটা পোস্ট নিয়ে আসলাম আপনাদের জন্য। সময়ের কারনে পোস্ট নিয়ে নিয়মিত থাকা একটু কঠিন হয়ে পড়লেও ইচ্ছার কোন অভাব কখনই ছিলনা আমার। যাহোক, আজ আপনাদের সহায়তা করার চেষ্টা করব নকল / ক্লোন / মাস্টারকপি সেট চেনার ব্যাপারে। 

আমাদের আজকের মুল ফোকাস থাকবে স্যামসাং এর অ্যান্ডরয়েড সেট এর নকল / ক্লোন / মাস্টারকপি মোবাইল সেটের সনাক্তকরণ নিয়ে।

আজকাল বিভিন্ন ওয়েবসাইটে, বিজ্ঞাপনে এমনকি বাজারেও কোম্পানি নির্ধারিত দামের চেয়েও কম দামে বিভিন্ন স্যামসাং সেটের  হুড়োহুড়ি পড়ে গেছে। প্রতিদিনই এইসব ভুয়া সেটের প্রলোভনে পড়ে কেও না কেও প্রতারিত হচ্ছেন ( বিশেষত কম দামে পাবার লোভে) । তবে একটু জ্ঞান থাকলেই আপনাকে স্যামসাং এর এসব নকল / ক্লোন / মাস্টারকপি সেটের খপ্পরে পড়তে হবেনা। আসুন জেনে নিই কিভাবে আমরা জানব স্যামসাং এর অ্যান্ডরয়েড মোবাইল কোনটা নকল আর কোনটা আসল।

 


এইবার আসুন জেনে নেই, আমাদেরকে কি কি বিবেচনা করতে হবে একটা নকল আর আসল স্যামসাং অ্যান্ডরয়েড মোবাইলের মধ্যে কোনটা আসল আর কোনটা নকল বুঝার জন্য। নিচের কথাগুলো ভালো করে মনে রাখুন, আশা করি এইগুলোই আপনাকে যথেষ্ট সহায়তা করবে প্রতারণার হাত থেকে বাঁচতেঃ 



·         স্ক্রিনটা খুব সস্তা গ্লাসের তৈরি মনে হবে যেটা আসল একটা সেট এর সাথে সামনে রাখলেই শুধু আপনার বুঝতে সহজ হবে-


  • নকল সেটের স্ক্রিনটা কিনারা থেকে বেশ খানিকটা দূরে (বেশি ফাঁক )অবস্থিত থাকবে
  • অরিজিনাল সেটের ডিসপ্লে রেজুলূসান অনেক বেশি উজ্জ্বল হবে যেটা ফুল ব্রাইটনেস দিলে টের পাবেন ভালোভাবে।
  • নকল সেটে কিছু সেন্সর কাজ করেনা বা থাকেনা 
  • কখনো কখনো নকল সেটের হোম বাটনটা হয় দেখতে একটু ভিন্ন (রাওন্ড এর জায়গায় স্কয়ার) আর উপরের দিকে ধার ধার অনুভূতি হবে। 
  • নকল সেটের গায়ে স্যামসাং লিখাটা হাত বুলালে হাতে অনুভূত হবে, খসখসে লাগতে পারে আবার একটু নখ দিয়ে ঘষা দিলে উঠেও আসতে পারে অন্যদিকে আসল স্যামসাং সেটের স্যামসাং লোগোটা হাতে স্মুথ (মসৃণ) লাগবে। 
  • নকল সেটের কৌণিক পরিমাপ, দৈর্ঘ্য, লম্ব এবং প্রস্থও কখনো কম বেশি থাকে
  •  নকল সেটের ফ্রন্ট ক্যামেরা, স্পিকার হোল পজিশন, ইনফ্রারেড সেন্সর এগুলা আসলের সাথে নাও মিলতে পারে 
  • নকল সেটের ব্যাক কভার খুললে ছোট খাটো পার্টস, সিম ঢুকানোর পজিশন, মেমোরি কার্ড পজিশন, স্পিকার হোলের উপর দেয়া স্পিকার গার্ড নেট (জাল), স্ক্রু এর সংখ্যা এবং পজিশন এক রকম কখনই হবে না। 
  •  নকল সেটের আই.এম.ই.আই নাম্বার এই লিঙ্কে যেয়ে টাইপ করে সার্চ দিলেই ধরা পরবে এটার আসল ইনফরমেশন। 
  •   ব্যাটারির ইনফরমেশন আসলের সাথে মিলবে না, আর ব্যাটারিও খসখসে অনুভূতি দেবে। 
  •  নকল ফোন অফ-অন এ টাইম বেশি নেবে। 
  •  তাছাড়া নিচের এই কোডগুলা আসল স্যামসাং না হলে নকল সেটে কাজ করবেনা।

এগুলো টাইপ করে দেখুন যে ফাঙ্কশান করে কিনাঃ

*#0*# , *#12580*369# , *#1234#



·         এছাড়াও স্যামসাং এর ওয়েবসাইটে ‘KIES” নামক একটা সফটওয়্যার থাকে যেটা পিসির সাথে স্যামসাং সেটকে কানেক্ট করে, ওটাও ট্রাই করে দেখেন যদি সুযোগ পান। ওটা দিয়ে কানেক্ট হয়ে গেলে আর তো কোন কথাই নেই। 



আরও অনেক পদ্ধতি আছে কিন্তু আশা করি এটুকুতেই আপনার নিকট নকল স্যামসাং সেট ধরা পড়ে যাবে।আবার কোন নতুন পোস্ট নিয়ে কথা হবে আগামীতে।




কোন মন্তব্য নেই: