জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

মোবাইলে কিভাবে ডাটা/এমবি/ব্যান্ডওয়িডথ খরচ হয়ে যাচ্ছে বুঝতে পারছেননা ? এখানেই সমাধান

আজকের বিষয়টি খুব সহজ যারা জানেন তাদের জন্য, কিন্তু যারা খুবই সাধারনভাবে মোবাইল ব্যাবহার করেন তাদের মাঝে মাঝে ভূতুড়ে কায়দায় খরচ হয়ে যাওয়া এমবি/ডাটার অবস্থা দেখে পাগল হবার অবস্থায় পর্যবসিত হয়। কিছুই ব্যবহার করলাম না অথচ এমবি গেল কই ?? ---এই ঘটনা কারো সাথে একবারও হয়নাই এটা হয়তো মিথ্যা বলা হবে, হ্যাঁ হতে পারে, যদি সে কোনদিনও ইন্টারনেট ব্যবহার না করে থাকেন।
যাহোক আপ্পা জাপ্পা বহুত বললাম , আসল কথায় আসা যাক এবার

আমাদের প্রায় সকলের কাছেই ইন্টারনেট ব্যবহারযোগ্য মোবাইল সেট আছে আজকের দিনে, এখন এটারই জামানা, তাই নয় কি ! মোবাইল অপারেটররাও তাই নানা রকমের ইন্টারনেট প্ল্যান বেচবার তালে রমরমা টাকার পাহাড় বানাইতাসে।
আমাদের অনেকের কাছেই আজকাল অ্যান্ডরয়েড সেট আছে। এই সমস্যাটা বেশি হয় অ্যান্ডরয়েড সেটের মধ্যে।

যেমন কদিন আগে আমার এক ছোট ভাই আমার কাছে এল একটা সমস্যা নিয়ে। সে ২০ মেগাবাইট ফেসবুক প্যাক কিনেছে কিন্তু অন্যকিছুই চালায়নি। কোন অ্যাপসই ব্যবহার করেনাই, কিন্তু সমস্যা হল তার মেইন ব্যালেন্স থেকে টাকা উধাও হয়ে গেল, একদম ০.০০ টাকা। কিন্তু কেন ? আসুন ঘটনাটা কেন ঘটল জানি......।
ছোট ভাইটি ফেসবুক প্যাক কিনেছিল অন্য কোন প্যাক নয়, তাহলে টাকা গেল কই ? আসলে অ্যান্ডরয়েড সেটের একটা ভালো দিক আছে আর সেটা হল আপনার প্রয়োজন আপনার নিয়ন্ত্রনেই থাকে, আপনি চাইলে আছে না চাইলে কিছু অপশন বন্ধও করে রাখতে পারবেন। আমরা যখন অ্যান্ডরয়েড সেটে gmail, google plus, hangouts, maps, whatsapp এগুলা ব্যবহার করি তখন এগুলা নিজে থেকেই আমার  অ্যাকাউন্ট অনলাইন রাখার জন্য , অথবা আমাকে নটিফিকেশন জানানোর জন্য ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে ফলে ডাটা/এমবি খরচ হয়। ঠিক ওভাবেই প্লে-ষ্টোর থেকেও অ্যাপ্স আপডেটও হয়। তাই আমাদের টাকা বুঝে উঠার আগেই পয়সা হয়ে যায়, কারো কারো তো  নাই (০.০০)  হয়ে যায়। তাহলে উপায় কি ? উপায় হল আপনার সেটিংসে ।



·         আপনার অ্যান্ডরয়েড মোবাইলে সেটিংস অপশনে যান
·         ডাটা ইউসেজ অপশনে যান
·         ডাটা ইউসেজ অন করুন বা এনাবেল করুন
·         আপনার অ্যান্ডরয়েড মোবাইলে তিনটা/চারটা বাটন/কি আছে,
·        

·         ওখানে মেন্যুতে ক্লিক করুন
·        

·         Restrict  Background  Data  সিলেক্ট করুন

·         ব্যাস, এইবার আপনি নিজ থেকে কোন অ্যাপসে ঢুকে ব্যবহার না করলে ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপস এক কিলোবাইটও খরচ করবেনা

ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজে লাইক দিন আর এরকম আরও টিপসের সাথে আপডেট থাকুন।

কোন মন্তব্য নেই: