বাংলাদেশে বর্তমানে সরকারের সিদ্ধান্তে বিটিসিএল ইউটিউব এর সম্প্রচার বন্ধ রেখেছে । তাই, সাধারন জনগনের তুমুল ইচ্ছা সত্ত্বেও অনেকেই ইউটিউব এর ভিডিও দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সবাই নয়, অনেকেই । কারন ইউটিউব দেখার অন্য একটা উপায় আছে, যখনই কোন ওয়েবসাইট বন্ধ থাকবে নিচের এই লিঙ্কে যেয়ে অ্যাড্রেস বারে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট এর অ্যাড্রেসটি লিখে দিন। তারপর ব্রাউস করুন বিনা চিন্তায়।
বর্তমানে আমরা অন্য ওয়েবসাইট নিয়ে ততটা চিন্তিত নই যতটা ইউটিউব নিয়ে ।
আমরা অনেকেই জানিনা, আমাদের প্রত্যেকের একটা সতন্র আইপি সনাক্তকরণ ব্যাবস্থা থাকে এবং যেকোনো সাইট এ প্রবেশ করলে তা সনাক্ত হয়ে যায় । থাক এসব কথা, সহজ ভাষায় বলি, বিটিসিএল বাংলাদেশের সকল আইপিকে ইউটিউব এর ঠিকানায় যেতে বাঁধা দেয় আমাদের ইউনিক আইপিকে শনাক্ত করে, তাই আমরা ইউটিউবে প্রবেশ করতে পারিনা। কিন্তু চিন্তা করে দেখেনতো , যদি শনাক্তকারী সফটওয়্যারকে এটা দেখায় যে, এই আইপি বাংলাদেশের নয়, অন্য জায়গার ???
এরকম ভাবেই প্রক্সি কাজ করে, তাহলে এইবার নিচের ঠিকানায় যান, আপনার অ্যাড্রেসটি বসান, আর খিলখিলান ...
ধন্যবাদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন