আমরা সকলেই বুকমার্ক শব্দটার সাথে পরিচিত । আজকে আমি এই বুকমার্ক সম্পর্কিত একটি টিপস নিয়ে হাজির হলাম ।
আমরা নানা ভবিষ্যত প্রয়জনের কথা চিন্তা করে বিভিন্ন ওয়েবপেজ এর ঠিকানা বুকমার্ক করে রাখি যেন প্রয়োজনে খোঁজাখুঁজি করা ছাড়াই এক ক্লিক করে সহজেই সেই কাঙ্ক্ষিত ওয়েবপেজে যাওয়া যায় ।
কিন্তু আমরা যারা মজিলা ফায়ারফক্স ব্যাবহার করি , তাদেরকে নানা কারনে কখনো না কখনো মজিলা ব্রাউজার রি-ইন্সটল করার প্রয়োজন পড়ে থাকে । তখন নিজের বুকমার্ক করা পেজ গুলো না জানা থাকার কারনে সেভ করতে না পারায় বলিদান দিতে হয় ।
আর বলিদান দিতে হবে না । নিচের পন্থাগুলো অনুসরণ করে আপনি চাইলেই সব বুকমার্ক করা পেজ সেভ করে রাখতে পারেন এবং প্রয়োজনে সেগুলো সব আবার আগের মতো মজিলা ব্রাউজারে ফিরিয়ে আনতে পারেন ।
নিচের ছবিগুলো দেখুন এবং ধাপের পর ধাপ অনুসরন করুন ।
১। আপনার মজিলা ব্রাউজারের উপরের দিকে 'Bookmarks' অপশনে ক্লিক করুন
২। এইবার "Import and Backup" ট্যাব-এ ক্লিক করুন এবং 'Backup' অপশনসিলেক্ট করুন ।
৩ । এইবার যেই উইন্ডো টি আসবে তাতে ফাইল গুলো সেভ করার অপশন দেখাবে । যেকোন জায়গায় ফাইলটি
সেভ করুন ।
বিঃ দ্রঃ এরপর আপনার মজিলা রি-ইন্সটল করার পর একই ভাবে "Bookmark>Show all Bookmarks>Import and Backup>Restore>Choose File এ যেয়ে আপনার সেভ করা ফাইলটি দেখিয়ে দিন ।
ব্যাস আপনার সকল বুকমার্কস আবার আগের জায়গায় চলে আসবে ।
ভালো লাগলে মন্তব্য করুন । লিখাজনিত ভুল ত্রুটি অনুগ্রহ করে মার্জনার দৃষ্টিতে দেখবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন