জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

কম্পিউটারের গতি বাড়ান একদম সহজে

চিন্তা করছেন, কম্পিউটার স্লো কাজ করছে কেন ? কিভাবে আপনার কম্পিউটারকে আরও দ্রুত করবেন ? কম্পিউটার ব্যাবহার করলে " হ্যাং এবং স্লো " হওয়াটা নতুন কোন বিষয় নয়। তবে, সঠিক ব্যাবস্থাপনা জানা থাকলে এর হাত থেকে রেহাই পাওয়াও কোন ব্যাপার না । আসুন দেখি কিভাবে !


কম্পিউটারকে আরও গতিসমৃদ্ধ করতে এবং পিসি কে ঘন ঘন হ্যাং এবং স্লো হবার হাত থেকে বাঁচাতে খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার আছে যার নাম "Auslogics Disk Defrag".

 এই সফটওয়্যার দিয়ে সহজেই আপনি পারবেন আপনার পিসিকে ডিফ্র্যাগমেন্ট বা নানা কারনে ভাগ হয়ে যাওয়া স্টোরেজ পুনরায় একত্রিত করতে। পারবেন আপনার হার্ডডিস্কের ফাইল ট্র্যান্সফার ক্ষমতা ও গতি বাড়িয়ে দিতে, পারবেন সর্বোপরি পিসির গতি বৃদ্ধি করতে । তাই দেরি না করে এখন ই নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।





















এটি ব্যাবহার করা এতই সহজ যে, অ্যান্টি ভাইরাস এর মতো ইন্সটল এর পর শুধু একটা স্ক্যান দেবেন।অপেক্ষা করবেন । এই সফটওয়্যারটির সবছেয়ে বড় সুবিধা হল এটি দিয়ে ডিফ্র্যাগমেন্ট করার সময় আপনি অন্য কাজ নির্দ্বিধায় করতে পারবেন, এটি চলার সময় আপনার পিসি স্লো হবেনা।
ব্যাবহার করুন আর দেখুন কিভাবে পিসির গতি বেড়ে যায় ।
ধন্যবাদ।

কোন মন্তব্য নেই: