আজ আমি আবার হাজির হলাম একটা প্রয়োজনীয় টিপস নিয়ে ।
কম্পিউটার ব্যাবহার করে অথচ ইউএসবি নেই এমন লোক কম ই আছে , যার কাছে ইউএসবি ( পেন ড্রাইভ ) নেই, তার অন্তত একটা মোবাইল অথবা মেমোরি কার্ড হলেও আছে।
এই সমস্ত ফ্ল্যাশ ড্রাইভ কিংবা পেন ড্রাইভ ( ইউএসবি ) ব্যাবহার করতে গেলে প্রায়শই আমাদের সকলকে ভাইরাস এর বিড়ম্বনায় পড়তে হয় ।
এমনকি ভাইরাস এর কবলে পরে অত্যন্ত প্রয়োজনীয় ফাইল এবং তথ্য হারাতে হয় ।
এইবার সহজ করে বলি এমন চক্রান্ত কারা করে , কিভাবে হয় ?
ভাইরাস প্রোগ্রামিং যারা করেন , তারা প্রতিনিয়ত নিত্ত নতুন সব ভাইরাস তৈরি করে চলেছেন । আর সেই সব ভাইরাসকে অক্ষম করার লক্ষ্যে অ্যান্টি ভাইরাস প্রোগ্রামারেরাও প্রতিনিয়ত অ্যান্টি ভাইরাস তৈরি করে চলেছেন। এমনই একটি ভাইরাস হল "পাণ্ডা ইউএসবি "(পেন ড্রাইভ) অটো রান ভাইরাস ।
এটি ইউএসবি (পেন ড্রাইভ, মেমোরি কার্ড) কম্পিউটারে প্রবেশ করান মাত্রই একটি অটোরান ভাইরাস আপনার অজান্তেই আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি স্লটে প্রবেশ করে ফেলে, অতঃপর কম্পিউটার এবং মেমোরি কার্ড এ ( পেন ড্রাইভে) শুরু হয়ে যায় উল্টা পাল্টা আচরণ ।
এর ফাঁদে পরে অনেকেই হারান মূল্যবান ফাইল এবং তথ্য ।
সাধারন অনেক অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম যেমনঃ ( ক্যাস্পারস্কাই, অ্যাভাস্ট, মেকাফি) ইত্যাদি অ্যান্টি ভাইরাস দিয়েও এসব অটোরান ভাইরাস থেকে পরিত্রান পাওয়া যায়না ।
ভয় পাবারই কথা, কিন্তু ভয় নেই, এরও উপায়ও আছে ...
এই ধরনের অরান ভাইরাসকে অকার্যকর করতে মাত্র কয়েক কিলোবাইটের একটা অ্যান্টি ভাইরাস আছে, যেটি শুধুমাত্র ইউএসবি ভাইরাস আক্রমন থেকে আপনার ইউএসবি ড্রাইভকে রক্ষা করতে পারে । এটি সকল প্রকার মালওয়্যার ভাইরাস থেকে আপনার ইউএসবি ড্রাইভকে নিরাপদে রাখবে, নিচের লিঙ্ক থেকে এটি ডাউনলোড করুন,
http://www.pandasecurity.com/homeusers/downloads/usbvaccine/
ডাউনলোড করতে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন আর প্রয়োজনীয় তথ্য বসান ।
আর ডাউনলোড শেষ হলে, ইন্সটল করুন এবং খেয়াল রাখবেন ইন্সটল করার সময় "Automatic Vaccination to USB" নামটিতে বক্সটি চেক করে দিন। এরপর ইন্সটল শেষ হলে যে ওয়িন্দওতি আসবে তাতে Vaccinate Computer বাটনে ক্লিক করে দিন, ব্যাস । হয়ে গেলেন আপনি ভাইরাস থেকে নিরাপদ ।
ভালো লাগলে কমেন্ট দিবেন । বাংলা লিখায় দক্ষ নই, তাই ভুলভ্রান্তি মার্জনার দৃষ্টিতে দেখবেন ।
কম্পিউটার ব্যাবহার করে অথচ ইউএসবি নেই এমন লোক কম ই আছে , যার কাছে ইউএসবি ( পেন ড্রাইভ ) নেই, তার অন্তত একটা মোবাইল অথবা মেমোরি কার্ড হলেও আছে।
এই সমস্ত ফ্ল্যাশ ড্রাইভ কিংবা পেন ড্রাইভ ( ইউএসবি ) ব্যাবহার করতে গেলে প্রায়শই আমাদের সকলকে ভাইরাস এর বিড়ম্বনায় পড়তে হয় ।
এমনকি ভাইরাস এর কবলে পরে অত্যন্ত প্রয়োজনীয় ফাইল এবং তথ্য হারাতে হয় ।
এইবার সহজ করে বলি এমন চক্রান্ত কারা করে , কিভাবে হয় ?
ভাইরাস প্রোগ্রামিং যারা করেন , তারা প্রতিনিয়ত নিত্ত নতুন সব ভাইরাস তৈরি করে চলেছেন । আর সেই সব ভাইরাসকে অক্ষম করার লক্ষ্যে অ্যান্টি ভাইরাস প্রোগ্রামারেরাও প্রতিনিয়ত অ্যান্টি ভাইরাস তৈরি করে চলেছেন। এমনই একটি ভাইরাস হল "পাণ্ডা ইউএসবি "(পেন ড্রাইভ) অটো রান ভাইরাস ।
এটি ইউএসবি (পেন ড্রাইভ, মেমোরি কার্ড) কম্পিউটারে প্রবেশ করান মাত্রই একটি অটোরান ভাইরাস আপনার অজান্তেই আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি স্লটে প্রবেশ করে ফেলে, অতঃপর কম্পিউটার এবং মেমোরি কার্ড এ ( পেন ড্রাইভে) শুরু হয়ে যায় উল্টা পাল্টা আচরণ ।
এর ফাঁদে পরে অনেকেই হারান মূল্যবান ফাইল এবং তথ্য ।
সাধারন অনেক অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম যেমনঃ ( ক্যাস্পারস্কাই, অ্যাভাস্ট, মেকাফি) ইত্যাদি অ্যান্টি ভাইরাস দিয়েও এসব অটোরান ভাইরাস থেকে পরিত্রান পাওয়া যায়না ।
ভয় পাবারই কথা, কিন্তু ভয় নেই, এরও উপায়ও আছে ...
এই ধরনের অরান ভাইরাসকে অকার্যকর করতে মাত্র কয়েক কিলোবাইটের একটা অ্যান্টি ভাইরাস আছে, যেটি শুধুমাত্র ইউএসবি ভাইরাস আক্রমন থেকে আপনার ইউএসবি ড্রাইভকে রক্ষা করতে পারে । এটি সকল প্রকার মালওয়্যার ভাইরাস থেকে আপনার ইউএসবি ড্রাইভকে নিরাপদে রাখবে, নিচের লিঙ্ক থেকে এটি ডাউনলোড করুন,
http://www.pandasecurity.com/homeusers/downloads/usbvaccine/
ডাউনলোড করতে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন আর প্রয়োজনীয় তথ্য বসান ।
আর ডাউনলোড শেষ হলে, ইন্সটল করুন এবং খেয়াল রাখবেন ইন্সটল করার সময় "Automatic Vaccination to USB" নামটিতে বক্সটি চেক করে দিন। এরপর ইন্সটল শেষ হলে যে ওয়িন্দওতি আসবে তাতে Vaccinate Computer বাটনে ক্লিক করে দিন, ব্যাস । হয়ে গেলেন আপনি ভাইরাস থেকে নিরাপদ ।
ভালো লাগলে কমেন্ট দিবেন । বাংলা লিখায় দক্ষ নই, তাই ভুলভ্রান্তি মার্জনার দৃষ্টিতে দেখবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন