জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৩

হার্ডডিস্কের হারিয়ে যাওয়া ফাইল উদ্ধার করুন

কখনো মেমোরি কার্ড কিংবা হার্ডডিস্ক থেকে ফাইল হারিয়েছেন ??? ব্যাপার না !  কম্পিউটার হার্ডডিস্ক ক্রাস করে মূল্যবান সকল ফাইল অনেকেই হারায় । 

একটু কাজ জানা থাকলে আপনিও সকল ফাইল পুনরুদ্ধার করতে পারেন । নানা কারণে বিশেষত সঠিক অব্যাবস্থাপনা এবং হার্ডওয়্যার ধসের কারণে এমন হয়ে থাকে । তাই, দুঃখজনক ভাবেই সব ফাইল হারাতে হয় । কিন্তু আজ আমি আপনাদের সাথে একটা সফটওয়্যার শেয়ার করবো যা দিয়ে আপনি বিশেশজ্ঞ না হয়েও সহজেই সেই সকল ফাইল পুনরুদ্ধার করতে পারেন।
নিচের লিঙ্ক থেকে getdataback নামের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন



ফাইলটি নেমে গেলে ইন্সটল করুন

এইবার ইন্সটল হয়ে গেলে ফাইল অপশনে যান, ফাইল সিলেক্ট করে স্ক্যান দিন । অপেক্ষা করুন । স্ক্যানিং শেষ হলে কি কি ফাইল কোন কোন ডিস্ক থেকে পুনরুদ্ধার হলো দেখুন ।

সকল ফাইল সেভ করার জন্য যদি সিরিয়াল খুঁজে তাহলে নিচের লিঙ্ক থেকে সিরিয়াল সহ ভার্সনটি ডাউনলোড করে ইন্সটল করুন


পঠনের জন্য ধন্যবাদ । ভালো লাগলে কমেন্ট করুন ।

কোন মন্তব্য নেই: