অনেক সময় সাধারন জিনিসও আমাদেরকে সম্পাদন করতে বিপাকে পড়ে যেতে হয় । তেমনই একটি বিষয় আমি আজ আলোচনা করবো এবং কিছু নমুনা প্রদর্শন করবো । আমরা যারা সম্প্রতি গ্র্যাজুয়েট করে বের হয়েছি অথবা চাকরির আশায় আবেদন করে যাচ্ছি তাদের অনেকেরই সঠিক আবেদনপত্র লিখতে না জানার কারনে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে । একটি ভালো আবেদনপত্র আপনার সম্পূর্ণ ব্যাক্তিত্ব প্রকাশ করতে পারে । চাকরিদাতা আপনার আবেদনপত্র দেখেই আপনার সম্পর্কে ধারনা করে থাকেন। নিচে বাংলায় সঠিক আবেদনপত্র লিখার একটি সুকৌশলী নমুনা (sample) দেওয়া হল ।
একটি নমুনা আবেদনপত্র
২০ ডিসেম্বর, ২০০৮
মোঃ কেরামত আলি
নিরালা আ/এ, মতিঝিল, ঢাকা।
বরাবর
বিজ্ঞাপনদাতা
জিপিও বক্স নং ১২১,
ঢাকা ।
বিষয়: প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে, গত ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে প্রকাশিত দৈনিক ইত্তেফক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে কিছু সংখ্যক "প্রশাসনিক কর্মকর্তা" নিয়োগ দেয়া হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী।
আমি ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী পাশ করেছি। কম্পিউটারে বিশেষ করে এমএস অফিস অপারেশনে আমার দক্ষতা আছে। এছাড়া আমার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী সংযোজিত জীবন বৃত্তান্তে প্রদান করা হলো।
অতএব, উপরোক্ত যোগ্যতার ভিত্তিতে আমাকে উল্লেখিত পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে প্রার্থীতা প্রমানের সুযোগ দানের জন্য অনুরোধ জানাচ্ছি।
জরুরী প্রয়োজনে ০১৭১১******** অথবা youremail@yahoo.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
বিনীত নিবেদক
আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ
সংযুক্তির বিবরণ:
১. জীবন বৃত্তান্ত
২. সকল সনদপত্রের সত্যায়িত কপি
৩. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
২০ ডিসেম্বর, ২০০৮
মোঃ কেরামত আলি
নিরালা আ/এ, মতিঝিল, ঢাকা।
বরাবর
বিজ্ঞাপনদাতা
জিপিও বক্স নং ১২১,
ঢাকা ।
বিষয়: প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে, গত ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে প্রকাশিত দৈনিক ইত্তেফক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে কিছু সংখ্যক "প্রশাসনিক কর্মকর্তা" নিয়োগ দেয়া হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী।
আমি ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী পাশ করেছি। কম্পিউটারে বিশেষ করে এমএস অফিস অপারেশনে আমার দক্ষতা আছে। এছাড়া আমার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী সংযোজিত জীবন বৃত্তান্তে প্রদান করা হলো।
অতএব, উপরোক্ত যোগ্যতার ভিত্তিতে আমাকে উল্লেখিত পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে প্রার্থীতা প্রমানের সুযোগ দানের জন্য অনুরোধ জানাচ্ছি।
জরুরী প্রয়োজনে ০১৭১১******** অথবা youremail@yahoo.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
বিনীত নিবেদক
আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ
সংযুক্তির বিবরণ:
১. জীবন বৃত্তান্ত
২. সকল সনদপত্রের সত্যায়িত কপি
৩. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
ভালো লাগলে মন্তব্য করুন
৩২টি মন্তব্য:
thank you :)
my pleasure
এখানে মোঃ কেরামত আলি কি আবেদনকারি?
আপনি একটি নমুনা আবেদনপত্র লিখখছেন নিচে তারিখ দিয়ে শুরু করছে। তারখি এবং নাম অন্য কোথাও ব্যবহার করা যায় কি না। না যেই ভাবে আছে সেই ভাবে লিখতে হবে।
দারুন লাগলো,
আমার জন্য অনেক উপকার হলো।
অসংখ্য ধন্যবাদ
দৈনিক ইত্তেফক
অনেক ভালো লাগলো,ধন্যবাদ।
কোন প্রত্রিকারয় প্রকাশিত হয়েছে তার নাম জানি না, তবে কি ভাবে লিখব ???
Thanks
Thanks
আপনার মন্তব্য লিখুন...thanks
আমার খুব উপকার হলো,,
মনে করুন কেরামত আলিই আবেদন কারি
excellent
( জরুরী প্রয়োজনে ০১৭১১******** অথবা youremail@yahoo.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। )
এই লাইনটি আবেদন ফরমের ম্যাচুরিটি নষ্ট করেছে।
কেরামত আলী কে প্রতিষ্ঠানের না আবেদন কারি
হ
Jc > ফোন নাম্বার ও মেইল দেয়া ঠিক হবে কি?
চাকরি ছাড়ার টা দেন
ভাই অনেক বড় একটা হেল্প হল আমার।ধন্যবাদ। এক্তা প্রস্ন। তারিখ এর পর নাম কেন?
অসাধারণ হয়েছে । অনেক উপকৃত হলাম ।
GPO Box number কিভাবে লিখবো , চাকরীর বিজ্ঞাপনে যদি general post office number না থাকে ? আর এটা লেখা জরুরী হয় কখন ?
ভাল
ভাল
ধন্যবাদ
Excellent
খুবই ভালো পোস্ট|
তবু মনে হচ্ছে আরেকটু আধুনিক ও সহজ করে উপস্থাপন করলে ভালো হবে|
ধন্যবাদ এরকম একটা সাইট এর জন্য|
হয়
হয়
শিখলাম অনেক কিছু
যে লিখেছেন তাকে অনেক অনকে শুভেচ্ছা
অসংখ্য ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন