জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ১ এপ্রিল, ২০১৩

বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে, নমুনা দেখে নিন

অনেক সময় সাধারন জিনিসও আমাদেরকে সম্পাদন করতে বিপাকে পড়ে যেতে হয় । তেমনই একটি বিষয় আমি আজ আলোচনা করবো এবং কিছু নমুনা প্রদর্শন করবো । আমরা যারা সম্প্রতি গ্র্যাজুয়েট করে বের হয়েছি অথবা চাকরির আশায় আবেদন করে যাচ্ছি তাদের অনেকেরই সঠিক আবেদনপত্র লিখতে না জানার কারনে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে । একটি ভালো আবেদনপত্র আপনার সম্পূর্ণ ব্যাক্তিত্ব প্রকাশ করতে পারে । চাকরিদাতা আপনার আবেদনপত্র দেখেই আপনার সম্পর্কে ধারনা করে থাকেন। নিচে বাংলায় সঠিক আবেদনপত্র লিখার একটি সুকৌশলী নমুনা (sample) দেওয়া হল । 


একটি নমুনা আবেদনপত্র
২০ ডিসেম্বর, ২০০৮

মোঃ কেরামত আলি
নিরালা আ/এ, মতিঝিল, ঢাকা।                                      

বরাবর
বিজ্ঞাপনদাতা
জিপিও বক্স নং ১২১,
ঢাকা ।

বিষয়: প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।



জনাব              
সবিনয় নিবেদন এই যে, গত ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে প্রকাশিত দৈনিক ইত্তেফক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে কিছু সংখ্যক "প্রশাসনিক কর্মকর্তা" নিয়োগ দেয়া হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী।

আমি ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী পাশ করেছি। কম্পিউটারে বিশেষ করে এমএস অফিস অপারেশনে আমার দক্ষতা আছে। এছাড়া আমার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী সংযোজিত জীবন বৃত্তান্তে প্রদান করা হলো।

অতএব, উপরোক্ত যোগ্যতার ভিত্তিতে আমাকে উল্লেখিত পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে প্রার্থীতা প্রমানের সুযোগ দানের জন্য অনুরোধ জানাচ্ছি।

জরুরী প্রয়োজনে ০১৭১১******** অথবা youremail@yahoo.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।


বিনীত নিবেদক

আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ

সংযুক্তির বিবরণ:
১. জীবন বৃত্তান্ত
২. সকল সনদপত্রের সত্যায়িত কপি
৩. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি 

 ভালো লাগলে মন্তব্য করুন


৩২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

thank you :)

পাগলা বলেছেন...

my pleasure

Unknown বলেছেন...

এখানে মোঃ কেরামত আলি কি আবেদনকারি?

motin বলেছেন...

আপনি একটি নমুনা আবেদনপত্র লিখখছেন নিচে তারিখ দিয়ে শুরু করছে। তারখি এবং নাম অন্য কোথাও ব্যবহার করা যায় কি না। না যেই ভাবে আছে সেই ভাবে লিখতে হবে।

Unknown বলেছেন...

দারুন লাগলো,
আমার জন্য অনেক উপকার হলো।
অসংখ্য ধন্যবাদ

Unknown বলেছেন...

দৈনিক ইত্তেফক

Unknown বলেছেন...

অনেক ভালো লাগলো,ধন্যবাদ।

নামহীন বলেছেন...

কোন প্রত্রিকারয় প্রকাশিত হয়েছে তার নাম জানি না, তবে কি ভাবে লিখব ???

Dilkush Islam বলেছেন...

Thanks

Dilkush Islam বলেছেন...

Thanks

Unknown বলেছেন...

আপনার মন্তব্য লিখুন...thanks

Md Abdul Karim বলেছেন...

আমার খুব উপকার হলো,,

Rabbi বলেছেন...

মনে করুন কেরামত আলিই আবেদন কারি

নামহীন বলেছেন...

excellent

Max বলেছেন...

( জরুরী প্রয়োজনে ০১৭১১******** অথবা youremail@yahoo.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। )
এই লাইনটি আবেদন ফরমের ম্যাচুরিটি নষ্ট করেছে।

Unknown বলেছেন...

কেরামত আলী কে প্রতিষ্ঠানের না আবেদন কারি

Md. HIMEL বলেছেন...

Md. Idris Ali(JC) বলেছেন...

Jc > ফোন নাম্বার ও মেইল দেয়া ঠিক হবে কি?

Radio Asha বলেছেন...

চাকরি ছাড়ার টা দেন

Unknown বলেছেন...

ভাই অনেক বড় একটা হেল্প হল আমার।ধন্যবাদ। এক্তা প্রস্ন। তারিখ এর পর নাম কেন?

রুবেল মজুমদার বলেছেন...

অসাধারণ হয়েছে । অনেক উপকৃত হলাম ।

Md. Habibur Rahman বলেছেন...

GPO Box number কিভাবে লিখবো , চাকরীর বিজ্ঞাপনে যদি general post office number না থাকে ? আর এটা লেখা জরুরী হয় কখন ?

Unknown বলেছেন...

ভাল

Unknown বলেছেন...

ভাল

Raihan Hossain বলেছেন...

ধন্যবাদ

Unknown বলেছেন...

Excellent

yeasir বলেছেন...

খুবই ভালো পোস্ট|
তবু মনে হচ্ছে আরেকটু আধুনিক ও সহজ করে উপস্থাপন করলে ভালো হবে|
ধন্যবাদ এরকম একটা সাইট এর জন্য|

sakib বলেছেন...

হয়

sakib বলেছেন...

হয়

Imran.zalil. বলেছেন...

শিখলাম অনেক কিছু

Unknown বলেছেন...

যে লিখেছেন তাকে অনেক অনকে শুভেচ্ছা

Unknown বলেছেন...

অসংখ্য ধন্যবাদ