জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩

কম্পিউটার হ্যাং করে ? স্লো কাজ করে ? সমাধান চান ? না দেখলে পস্তাবেন...।

কম্পিউটার আছে কিন্তু কখনো সমস্যায় পড়েনাই এমন লোকের সন্ধান পাওয়া বড়ই দুষ্কর। আমাদের কম্পিউটারে মাঝে মাঝেই আমরা দেখতে পাই যেন স্বাভাবিকের চেয়ে
কম গতিতে কাজ করছে, কিংবা হ্যাং করার ভাব দেখাচ্ছে। এধরনের সমস্যা খুব স্বাভাবিক যদি ভালো অ্যান্টিভাইরাস না থাকে, যদি কম্পিউটার খুব পুরাতন মডেলের হয়, কিংবা যদি মাদারবোর্ড এর সকল ড্রাইভার ভালোভাবে ইন্সটল করা না থাকে। তবে স্বাভাবিক ভাবেই সাধারনত সব ঠিক থাকার পড়েও যখন এই সমস্যা হয়  তখন বুঝতে হবে কিছু একটা আপনার ভুল হচ্ছে।
আমরা যেমন আমাদের প্রিয় জিনিস গুলোকে পরিচর্যা করি নিয়মিত, ঠিক তেমনি আমাদের কম্পিউটারকেও আবর্জনা মুক্ত করতে হয় নিয়মিত। আজ আমি একটা ছোট্ট উপায় জানাবো। হয়ত অনেকেই জানেন কিন্তু আমি তাদের জন্য দিচ্ছি জারা এখনো জানেন না যে কিভাবে কম্পিউটারের পরিচর্যা করতে হয়।
‘সিক্লিনার’ সফটওয়্যারটির নাম যারা শুনেছেন তারা তো জানেনই, কিন্ত যারা শুনেন নাই তাদেরকে বলছি, নিচের লিঙ্ক আ ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন জলদি, আপনার জন্য থাকছে একদম পেইড (ফুল) ভার্সন।
এটি দিয়ে নিয়মিত আপনার কম্পিউটারে জমে থাকা রাবিশ গুলা পরিষ্কার করুন। যেমন জমে থাকা temp, prefetch, junks, cookies, registry  এগুলো। তাছাড়া আরও একটি দারুণ কাজ জা অনেকেই দেখেছে কিন্তু না বঝার কারনে সাহস করেনা হাত দেবার 0সেটি হল *Driver Wiper*এর কাজ হল আপনার যেকোনো ড্রাইভে অপ্রয়োজনীয় জমে থাকা জায়গা উদ্ধার করা। ের মানে হল কিছুই নেই তবুও জায়গা দখল করে থাকা আবর্জনা অপসারন করা । এটি করার ফলে আপনার কন ফাইলের কোন প্রকার ক্ষতি হবেনা, আবার কোন ফাইল অ ডিলিট হবেনা, শুধু মাত্র উপকারই হবে। নিচের ছবিতে দেখুন আর এভাবেই নির্দিষ্ট জায়গায় গিয়ে টিক চিহ্ন বসিয়ে wipe চাপুন , তারপর অপেক্ষা করুন এটি কাজ করা পর্যন্ত। নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন......


 ডাউনলোডের জন্য খানে ক্লিক করুন


1 টি মন্তব্য:

Author-S বলেছেন...

ভাল পোস্ট
ictsparkle.blogspot.com