জনপ্রিয় পোস্টসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

তাড়াতাড়ি ইন্টারনেটে ব্যান্ডউয়িডথ খরচ বাঁচান !!!!

অনেকেই আমরা দামি মোবাইল কিনি আজকাল , কিন্তু খারাপ টা লাগে তখন যখন বাটপার মোবাইল কোম্পানিগুলোর অত্যাচারে পকেট খালি হতে থাকে। এক তো নেট এ স্পীড থাকেনা, তার উপর দামি মোবাইলের বেশি বেশি ইন্টারনেট খরচ করার প্রবণতা টোটালি খারাপ করে দেয় মাথা। অনেকেই এই জালাতন থেকে বাঁচার জন্য আমরা ব্রাওজিং করতে অপেরা মিনি ব্যাবহার করে থাকি, কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন আরেকটা ব্রাওজার দেবো , যেটা অপেরা থেকেও অনেক অনেক কম পরিমাণ ইন্টারনেট ডাটা ব্যাবহার করে, এর নাম """ইউসি ব্রাওজার মিনি""" এবং আমি এটা চ্যালেঞ্জ করতে পারি যে কারো সাথে। আর অপেরা তে একটা সুবিধা পাবেন না যেটা এই ব্রাওজারে পাবেন । তা হল, এর হাই ইন্টারনেট ব্রাওজিং ক্ষমতা, আপনি চাইলে আপনাকে এটা সেরা গতি দিয়ে নরমাল হাই স্পীড ব্রাওজিং করারও সুবিধা দিবে। তাছাড়া এই ব্রাওজারে মোবাইল এর ব্যাটারি কম খরচ করার সুবিধাও আছে। আমার কথায়  ভরসার ঝুলি ঢেলে না দিয়ে, নিজে অন্তত একবার ব্যাবহার করেই দেখুন, আর একটু অপশন ঘাঁটাঘাঁটি করে ব্রাওজিং করে দেখুন। নিচের লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করে নিন তাহলে... তিন মেগাবাইট এর থেকেও ছোট ফাইল
...
এই লিঙ্কে ক্লিক করুন

https://www.dropbox.com/s/klb1glxx7zwfg5r/UC%20Browser%20Mini%20v8.6.0_%5Bandriod-appstore.com%5D%281%29.apk




কোন মন্তব্য নেই: